• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হোটেলে আল-তকদিরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক

admin
প্রকাশিত জুন ২০, ২০২৫
হোটেলে আল-তকদিরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক

Sharing is caring!

আবাসিক হোটেলে আল-তকদিরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) বিকেলে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন আল-তকদির আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও তিন পুরুষসহ মোট সাতজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন- নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মোঃ শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪) ও সুজিত দাস (৫০)। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।অপরদিকে একই দিন রাত সাড়ে ৯টায় কোতোয়ালী থানাধীন ওসমানী মেডিকেল রোডস্থ রজনীগন্ধা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে ডিবি।তারা হলেন- আমিনুল ইসলাম (২৮), বাদশা মিয়া (২৪, হোটেল ম্যানেজার) ও মর্জিনা আক্তার (২২)। এ ঘটনায় কোতোয়ালী থানায় আরেকটি মামলা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১২ পড়েছেন