
অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ,কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে ।
সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।বর্তমানে পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সন্তুষ্ট থাকলে আমার সন্তুষ্ট। আমি তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্ট কোনো প্যারামিটের না। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন সবাইকে ভালো রাখতে পারি।বন্যা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্যা এখনও আসেনি। দোয়া করবেন যেন না আসে। যদি আসে তাহলে আমাদের সবধরনের প্রস্তুতি আছে।স্বরাষ্ট্র উপদেষ্টা মব প্রসঙ্গে বলেন, মব বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গত যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com