
ইরান-ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে মিসাইল বের করছে ইরান এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।ভিডিওটিতে দেখা যায়, ইরানের পতাকাবাহী কিছু ট্রাক মিসাইল নিয়ে পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে।রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে ইরানের মিসাইল বের করার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।এছাড়া ভিডিওটি Cantilux.com নামক এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দ্বারা তৈরি ছবি ও ভিডিও শনাক্তকরণ ওয়েবসাইটে যাচাই করা হলে ৮৪ শতাংশ এআই দ্বারা তৈরি বলে মত দিয়েছে।এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে কিছু অসঙ্গতি নজরে পড়ে। ট্রাকে ওপরের পতাকাগুলো অস্বাভাবিকভাবে উড়ছে। রাস্তায় এবং পাহাড়ের বুক ঘেঁষে থাকা ঘাসগুলোও অবাস্তব মনে হচ্ছে। পাশাপাশি, ট্রাকগুলোতে চালকের অস্তিত্ব নেই।সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওকে সাম্প্রতিক সময়ের ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে ইরানের মিসাইল বের করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com