
সাড়ে ৭ টাকা দামের ইনজেকশন ৩৫০ টাকা চাওয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জান্নাত ফার্মেসিকে এ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।গত দুদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে ইনজেকশন কিনতে গেলে সাড়ে ৭ টাকার ইনজেকশন দোকানি ৩৫০ টাকা দাম চান। তখন ভোক্তা তাকে ক্রয় রসিদ দিতে বললে তিনি তা দেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়।এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা জরিমানার টাকা দিয়েছেন। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com