• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডি-৬৫-এর ৫৭টি ক্লাবের অংশগ্রহণে সিলেটে টাউন হল মিটিং

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
ডি-৬৫-এর ৫৭টি ক্লাবের অংশগ্রহণে সিলেটে টাউন হল মিটিং

Sharing is caring!

“কল্যাণের পথে মিলি একসাথে” এই আদর্শকে ধারণ করে রোটারিয়ানদের মানবসেবার পথে একযোগে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনালের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান।গতকাল শুক্রবার (৪ জুলাই) সিলেট নগরীর দরগ গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ডিস্ট্রিক্ট ৬৫-এর আয়োজনে অনুষ্ঠিত টাউন হল মিটিং রোটারিয়ান এডভোকেট আবু সালেহ চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।সমাপনী বক্তব্যে ড. ইশতিয়াক জামান আরও বলেন, “বর্তমানে আমরা রোটারি ইন্টারন্যাশনালের নন-ডিস্ট্রিক্ট হিসেবে কাজ করছি। অথচ আমাদের মধ্য থেকেই কেউ কেউ সংগঠনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। রোটারি বোর্ড অক্টোবর ২০২৪-এ আমাকে কান্ট্রি কোঅর্ডিনেটর মনোনীত করেছে। চাইলে আমি দায়িত্ব দীর্ঘায়িত করতে পারি, তবে আমার চেষ্টা ডিস্ট্রিক্ট পুনরুদ্ধারের দিকেই।বিশেষ অতিথির বক্তব্যে পিডিজি ইঞ্জিনিয়ার এম. এ. লতিফ বলেন, “রোটারির প্রকৃত শক্তি হল নৈতিকতা ও মানবসেবার অঙ্গীকার। আমাদের উচিত এই মূল্যবোধকে ধারণ করে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করা।ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, “রোটারির অভ্যন্তরে কিছু অশুভ শক্তি সক্রিয় রয়েছে। আমাদের উচিত ঐক্য, সততা ও সাহসিকতার মাধ্যমে এসব অপশক্তিকে রুখে দেওয়া।সভায় বক্তারা বলেন, রোটারির সেবামূলক কর্মকাণ্ড আরও কার্যকর করতে হলে নেতৃত্বে স্বচ্ছতা, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা জরুরি।সভায় ডি-৬৫-এর আওতাধীন ৫৭টি ক্লাবের রোটারিয়ান নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং রোটারির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পিপি রেহান উদ্দিন রায়হান এবং গীতা পাঠ করেন পিপি অংশুমান ভট্টাচার্য। রোটারিয়ানদের ঐক্যের প্রতীক হিসেবে রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি জেএস আজাদ শিপন। প্রধান অতিথির অনুরোধে কোঅর্ডিনেটর পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান নবনির্বাচিত টিমকে পরিচয় করিয়ে দেন।সভা শেষে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়। এসময় রোটারিয়ানরা রোটারির “ঝবৎারপব অনড়াব ঝবষভ” মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন ও মানবসেবায় রোটারির ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়েছেন