• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের ঈদ পুনর্মিলনী ও বিশেষ দোয়া মাহফিল শনিবার

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের ঈদ পুনর্মিলনী ও বিশেষ দোয়া মাহফিল শনিবার

Sharing is caring!

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফেরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সর্বস্তরে সফলতা কামনা করে ঈদ পুনর্মিলনী ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠান সূচী অনুযায়ী আলোচনা সভা শুরু হবে সকাল ১১টায়। দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৫০ মিনিটে, যা পরিচালনা করবেন শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের প্রধান ইমাম। পরে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মরণে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে বিএনপির জাতীয়, জেলা, মহানগর ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী পরিবারের সকলকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সম্মানিত সদস্য, সাবেক সংগ্রামী ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম।

পড়েছেন