• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিএনপি সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকারের জন্য লড়াই করে: খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত জুলাই ৫, ২০২৫
বিএনপি সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকারের জন্য লড়াই করে: খন্দকার মুক্তাদির

Sharing is caring!

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি দায়িত্ব পেলে মানবিকতার সাথে সব কিছু বিবেচনা করবে। তিনি অভিযোগ করে বলেন, কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছিল আওয়ামী লীগের কারণে। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থে এই কম বয়সী ছেলেদের ব্যবহার করেছিল। মূলত প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন করতেই তাদের ব্যবহার করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে কিশোর গ্যাংকে আইনের মাধ্যমে কঠোর হস্তে দমন করা হবে।তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার রক্ষার জন্য লড়াই করেছে। আমরা চাই এই সিলেটে মিল ফ্যাক্টরি গড়ে উঠুক, যাতে শিক্ষিত যুবকসহ সব শ্রেণির মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়। আমরা শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা নিশ্চিত করতে চাই। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই, যাতে তাদের ভবিষ্যৎ ধ্বংস না হয়। তিনি আরও বলেন, আজকে আপনাদের সামনে যা বলেছি, দায়িত্বে এলে সেগুলোই বাস্তবায়ন করে আপনাদের সামনে আসবো। তিনি বিএনপির অবস্থান তুলে ধরে বলেন, বিএনপি দেশের মানুষকে ভালোবাসে। জনগণই আমাদের শক্তি। তাই আমরা জনগণের কল্যাণে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবো। এই দেশের শ্রমজীবী, কৃষক, মেহনতী মানুষের জন্যই বিএনপি রাজনীতি করে।শনিবার (৫ জুলাই) ১৯ নং ওয়ার্ডের দপ্তরিপাড়া মাঠে শ্রমজীবী মানুষদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।শ্রমজীবী নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব শোয়েবুর রহমান শোয়েব, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতী রাহান উদ্দিন মুন্না, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, সহ সভাপতি কয়েস আহমদ, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুচিত্র সেন বাবলু, মহানগর যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমেদ,মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কয়েস আহমদ, সুমন আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বী আহসান, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম,সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য।

পড়েছেন