• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইউরোপের কোনো দেশের সঙ্গে ম্যাচ খেলার জন্য চেষ্টা চালাচ্ছে বাফুফে

admin
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
ইউরোপের কোনো দেশের সঙ্গে ম্যাচ খেলার জন্য চেষ্টা চালাচ্ছে বাফুফে

Sharing is caring!

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচ রয়েছে।গত মাসেই জানা গিয়েছিল ইউরোপের কোনো দেশের সঙ্গে ম্যাচ খেলার জন্য চেষ্টা চালাচ্ছে বাফুফে। কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে তারা। তবে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাফুফে।সোমবার (৭ জুলাই) বাফুফের একটি সূত্র জানিয়েছে, নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি আছে আরও চারটি ম্যাচ। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এবং নভেম্বরে ভারতের বিপক্ষে পরের ম্যাচগুলো খেলবে হামজারা। আগামী বছর শেষ ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করলেও পুরুষরা ধুঁকছেন মাঠে। ১৯৮০ সালে পুরুষ ফুটবল দল প্রথম ও শেষবার এশিয়ান কাপ খেলেছিল। তারপর ৪৫ বছর ধরে এশিয়ার সেরা মঞ্চে পা পড়েনি বাংলাদেশের ফুটবলারদের।বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের সাথে ড্র করে আশা জাগালেও ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপে বিদায়ের প্রহর গুনছে। বাকি সব ম্যাচ জিতলেই কেবল বাংলাদেশের সামনে ২০২৭ সালে সৌদি আররে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার সুযোগ বেঁচে থাকবে।

৮৫ পড়েছেন