• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে ফিরছেন ফয়সল

admin
প্রকাশিত জুলাই ৯, ২০২৫
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে ফিরছেন ফয়সল

Sharing is caring!

 সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে ফিরছেন।এক সময় সিলেটের এডিসি ও ডিসি ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন ফয়সল মাহমুদ । পরে তিনি সিলেট থেকে বদলি হয়েছিলেন। সর্বশেষ তিনি কর্মরত আছেন রাজশাহীর সারদায়।এদিকে সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আমিনুর রহমানকে এসবিদে বদলি করা হয়েছে।বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।ফয়সল মাহমুদ সিলেট ফিরছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে। এর আগে তিনি দীর্ঘদিন সিলেটের এডিসি ও ডিসি ট্রাফিক হিসাবে দায়িত্ব পালন করেছেন।তার কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনায় ছিলেন পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা।তিনি যানজট নিরসনে রাস্তায় মাইক নিয়ে প্রচারণার পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান নিয়মিত অভিযান চালাতেন।

পড়েছেন