• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সৌদি আরবে এক বাংলাদেশিকে আটক

admin
প্রকাশিত জুলাই ১২, ২০২৫
সৌদি আরবে এক বাংলাদেশিকে আটক

Sharing is caring!

অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদি আরবে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। তাদের উপকূল নজরদারি ইউনিট ওই বাংলাদেশিকে আসির অঞ্চলের আল-কাহমাহ থেকে আটক করে।শুক্রবার (১১ জুলাই) বার্তাসংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সাধারণত অনুমতি ছাড়া মাছ শিকার সৌদিতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এখন এই ঘটনার প্রেক্ষিতে সৌদি বর্ডার গার্ড সবাইকে দেশটির সামুদ্রিক নিরাপত্তা আইন ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে।এ ছাড়া পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কিত যেকোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।বর্ডার গার্ড জানিয়েছে, আটক ব্যক্তির কাছে অনুমতি ছাড়া ধরা বিপুল পরিমাণ মাছ পাওয়া গেছে। সৌদি আরবের সামুদ্রিক নিরাপত্তা আইন ভাঙার দায়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পড়েছেন