Sharing is caring!
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্র্বতী সরকার।বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টাে প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যোগ দেবেন।বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্র্বতী সরকার ন্যায় বজায় রাখা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো বেআইনি কাজ ও সহিংসতার জন্য দায়ী তাদের আইন অনুযায়ী দায়ী করা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।এই কমিটিকে ঘটনাগুলো গভীরভাবে তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
৭১ পড়েছেন