
দলীয় ব্যানার লাগানোর সময় আলী আকবর শেখ (৫০) নামের এক জামায়াত নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।হামলার শিকার আলী আকবর শেখ জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। এর আগে বুধবার দিনগত রাতে ফতুল্লার রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।আলী আকবরের অভিযোগ, অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এক ছাত্রকে হত্যার মামলাও রয়েছে। এটা নিছক ব্যক্তিগত হামলা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের কর্মসূচি বানচাল ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে এটি পরিকল্পিত হামলা।আলী আকবর বলেন, ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশের প্রচারের লক্ষ্যে ব্যানার লাগাচ্ছিলাম। এ সময় নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আমাকে ফোন করে মাদরাসার সামনে আসতে বলেন। পরে কৌশলে একটি গলির ভেতরে নিয়ে গিয়ে হামলা চালানো হয়।তিনি আরও বলেন, নজরুল প্রথমে কিল-ঘুসি ও লাথি মারেন। পরে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারতে যান। কোপটি গলায় না পড়ে মাথায় লাগে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্র্মতা (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com