সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬নং ধারার বাস মিনিবাস ২০ বছর ও ট্রাক পিকাপের ক্ষেত্রে ২৫ বছর আইয়ুস্কাল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদ জানিয়েছেন সিলেটের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সিলেট বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেখ এমরান আহমদ ঝুনু এবং জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মুহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, সহ-সভাপতি মোঃ হিরন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, সহ-সাধারণ সম্পাদক নওয়াজিশ চৌধুরী সাকি, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারন সম্পাদক মাহবুব মিয়া মধু, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম, কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি ফয়জুন নুর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, মৌলভীবাজার জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ, সিলেট জেলা ইমা লেগুনা হিউম্যান মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়ন সভাপতি রনু মিয়া মঈন ও সাধারন সম্পাদক ইনসান আলী, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-অর্থ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শ্রমিক নেতা আব্দুল মালিক সেকু, সাহাব উদ্দিন, আজিজ রহমান, শেখ ফরিদ, সিলেট ঢাকা আন্তঃজেলা বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি ইব্রাহিম মিয়া, জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক উপ-কমিটির সম্পাদক শাহজাহান খান, জকিগঞ্জ বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি আব্দুল মুহিত, জকিগঞ্জ মিনিবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি হেলাল আহমদ, মিতালী বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি সেলিম মিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।