• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার

Sharing is caring!

সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃ দুই নেতা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ছালিক মিয়া এবং একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।বুধবার দোয়ারাবাজার থানাপুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দোয়ারাবাজার থানাপুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জাহিদুল হক।

৭৮ পড়েছেন