• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল,সিলেট সিটি প্রেসক্লাবে শোক প্রকাশ

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫
সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল,সিলেট সিটি প্রেসক্লাবে শোক প্রকাশ

Sharing is caring!

সিলেটভিউ২৪ডটকম’র মাল্টিমিডিয়া সিনিয়র ভিডিও সাংবাদিক শহিদুল ইসলাম সবুজের বাবা মো. সালেক মিয়া ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট সিটি প্রেসক্লাব।এক শোক বার্তায় তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সিটি প্রেসক্লালাবের সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় সিলেট মহানগরের আখালিয়া এলাকার বড়বাড়ি গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে মো. সালেক মিয়ার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।মরহুমের জানাযার নামাজ আজ বাদ এশা আখালিয়া এলাকার বড়বাড়ি চান্দিয়ালা কলাপড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

৮০ পড়েছেন