• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ১৮তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ১৮তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত

Sharing is caring!

বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ১৮ তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত চ্যাম্পিয়নশীপে সিলেট জেলা টিম ৩টি পদক অর্জন করে। এর মধ্যে তাউলু জিয়ানশু ও চিয়ানশু ইভেন্ট ইমু সিলভার পদক, সান্দা ইভেন্টে জান্নাত আরা ৬০কেজি ব্রোঞ্জ পদক এবং তাজিমা আক্তার ৭০কেজি ব্রোঞ্জ পদক অর্জন করে।জাতীয় উশু চ্যাম্পিয়নশীপে সিলেট জেলা টিমকে সহযোগিতা করেন- বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, ডিএস এ মেম্বার ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি, জেলা প্রশাসক, সদস্য সচিব মোঃ নুর হোসেন, জেলা ও বিভাগীয় অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার সহ অন্যান্যরা। এছাড়াও সিলেট জেলা টিমকে প্রশিক্ষণের জন্য জিমনেসিয়াম, টি শার্ট সহ সার্বিক সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।তাছাড়াও সুশৃঙ্খলভাবে এ ধরণের একটি চ্যাম্পিয়নশীপ এর আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ১৮ তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ সিলেট জেলা টিম ৩টি পদক অর্জন করায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা এ্যাডহক কমিটির পক্ষ থেকে উশু টিমকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

২৬০ পড়েছেন