
ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞাও।ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি কোনো বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে তার ফল গুরুতর হতে পারে।মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই কঠোর হুঁশিয়ারি দিয়েছে।গত ২১ জুলাই মার্কিন দূতাবাস জানিয়েছিল, যদি ভিসা আবেদনে কোনো জাল নথি পাওয়া যায় অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তার জন্য সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়, তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে তা জানানো হয়। তাদের মূল উদ্দেশ্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা।দূতাবাস তাদের পোস্টে স্পষ্ট করে বলেছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে আবেদনকারী ভবিষ্যতে সেখানে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের অভিবাসনের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে অবগত থাকেন এবং পূর্ববর্তী যেকোনো নিয়ম ভঙ্গের তথ্য তাদের কাছে থাকে। তাই 'ভুলবশত' এমন কিছু করার কোনো সুযোগ নেই—ভিসার সব শর্ত ঠিকঠাকভাবে মেনে চলা আবেদনকারীরই দায়িত্ব।শুক্রবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস আরও কঠোর বার্তা দিয়েছিল। তারা বলেছিল, ভিসা আবেদনে তথ্য লুকিয়ে রাখা বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া গুরুতর অপরাধ। এর জন্য আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তি এবং ফৌজদারি মামলাও হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com