• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের দুপক্ষের মাঝে হাতাহাতি,নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ

admin
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের দুপক্ষের মাঝে হাতাহাতি,নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ

Sharing is caring!

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের দুপক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে মূল সড়ক ছাড়েন আন্দোলনকারীরা।মধ্যে শুক্রবার (১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সড়ক খালি হওয়ার পর যান চলাচল শুরু হয়।জানা যায়, জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালেও সড়কের মাঝে ত্রিপল বিছিয়ে অবস্থান করেন তারা। আর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন। সড়কের চারদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন। শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের দুপক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। একপক্ষের অভিযোগ, আন্দোলনকারীরা সুবিধাভোগী ষড়যন্ত্রকারী। আরেকপক্ষের অভিযোগ, আন্দোলন ভেস্তে দিতে হামলা করেছে আওয়ামী দোসররা।এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ রেখে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই যোদ্ধারা’। তখন থেকেই শাহবাগ হয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।রমনা জোনের ডিজি বলেন, দুপক্ষের মারামারির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়েছে।

৭৮ পড়েছেন