
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামবাজার এলাকায় বৈধভাবে বালু উত্তোলনে চাঁদাবাজির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বারকি শ্রমিকরা এর প্রতিবাদ জানিয়েছেন।জানা যায়, বেশ কিছুদিন ধরে স্থানীয় কতিপয় আওয়ামীলীগ ফ্যাসিষ্টদের সহযোগিরা মরা চেলা নদী থেকে বালু উত্তোলনকারী অসহায় বারকি শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বালু শ্রমিকদের নৌকা আটকসহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিল ওই চাঁদাবাজরা।মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় হাদা চানপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আবদুস সোবহান, জোয়াদ আলীর ছেলে রোপন মিয়াসহ একটি চাঁদাবাজ চক্র মরাচেলা নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের পর স্থানীয় বারকি শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় বারকি শ্রমিকদের নৌকা আটক করে নানা ভাবে হয়রানি করছে। স্থানীয় এলাকাবাসী এসব চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার মুরব্বী সোনা মিয়া, আয়না মিয়া, গৌছ মিয়া, ছাদিক মিয়া, পিয়ার আলী, জয়নাল মিয়া, জাকির আলী প্রমুখ। এসময় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com