
পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ৪ টুকরো করে খালে ফেলে দিয়েছে প্রেমিকা ও তার স্বামী। এ ঘটনায় পুলিশ প্রেমিকা স্মৃতি আক্তার (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়াকে (৩২) আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাত ১০টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নজরুল। ৮ আগস্ট তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তিতাস থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে রবিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার মজিদপুর গ্রামের সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে।নিহত নজরুল ভূঁইয়া তিতাস উপজেলার সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেছে, তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তায় ভরে খালে ফেলে দিয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, নিহতের হাত দুটো উদ্ধার করা হয়েছে। বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, "তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা দ্রুত আসামিদের শনাক্ত ও আটক করতে পেরেছি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী লাশের কিছু অংশ উদ্ধার হয়েছে, বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।নিহতের বাবা হানিফ ভূঁইয়া বলেন, "পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com