• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ক্লাশ চলাকালে স্কুলে প্রবেশ করে দুই শিক্ষককে ইট দিয়ে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগ নেতার ভাতিজা

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫
ক্লাশ চলাকালে স্কুলে প্রবেশ করে দুই শিক্ষককে ইট দিয়ে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগ নেতার ভাতিজা

Sharing is caring!

ক্লাশ চলাকালে স্কুলে প্রবেশ করে দুই শিক্ষককে ইট দিয়ে পিটিয়ে আহত করেছেন জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা রাশেদ চৌধুরী (৫০)।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রামের ফটিকছড়ি হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ রাশেদ চৌধুরী স্কুলে ঢুকে অফিস কক্ষে সিনিয়র শিক্ষক রতন কান্তি চৌধুরীকে ইট দিয়ে আঘাত করেন। প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাকেও উপর্যুপরি আঘাত করতে থাকেন তিনি। পরে শিক্ষার্থীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।‎প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বলেন, অফিস কক্ষে প্রবেশ করে রতন স্যারকে আঘাত করে। আমি বাধা দিলে আমাকেও পেটাতে থাকে। পরে শিক্ষার্থীরা এসে আমাদের উদ্ধার করে। এ ঘটনায় আমি হতভম্ব।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষককে উদ্ধার ও অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৬৬ পড়েছেন