
আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন পুতিন। সোমবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক পোস্ট এই তথ্য নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি।এক্সে মোদি লিখেছেন, আমার বন্ধু পুতিন, ফোনে কথা বলার জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সাম্প্রতিক সাক্ষাৎতের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে, ভারত এই বিষয়ে তার পূর্ণ সমর্থন দেবে বলে উল্লেখ করা হয়েছে।এ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে মোদি এবং পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন বলে জানানো হয়েছে।এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com