
পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব জালাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা বৃদ্ধকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে। রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া (বাঘের চালা) গ্রামের জঙ্গলে এ ঘটনা ঘটে।সোমবার (২৫ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।বৃদ্ধ জালাল উদ্দিন (৬২) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের মৃত তহর উদ্দিনের ছেলে। ভিকটিম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে বৃদ্ধ জালাল মিয়া শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখায়। পরে তাকে জঙ্গলের ভেতর নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুর চিৎকারে স্থানীয়রা বৃদ্ধকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আজ বেলা ১১টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com