
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার টেঙ্গারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাতক থানার এসআই মো. রোমেন মিয়া সঙ্গীয় ৬-৭ জনের একটি ফোর্স নিয়ে টেঙ্গারগাঁও গ্রামে নিয়মিত মামলার আসামি শাহীন মিয়াকে ধরতে অভিযান পরিচালনা করেন। এসময় স্থানীয় চোরাকারবারিরা পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশকে ঘিরে ফেলে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাৎক্ষণিক অভিযানে ছয়জনকে আটক করা হয়। ওসি সফিকুল ইসলাম খান জানান, আহত দুই পুলিশ সদস্যের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যজন ছাতকে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো জানান, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com