Sharing is caring!
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি দৌড়বিদ আল্লাম আল-আমুর। বুধবার (২৭ আগস্ট) ত্রাণ সংগ্রহের চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।২০২৩ সালের মার্চে দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ওই আসরে ১২ দেশের ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন।প্রথমবারের অংশগ্রহণেই পদক এনে দেশকে গর্বিত করেছিলেন এই তরুণ। এবার ইসরায়েলের গুলিতে জীবনযুদ্ধে হার মানলেন তিনি।এই ক্রীড়াবিদের পরিবার জানায়, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র’ নামে পরিচিত একটি স্থানের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান আল্লাম।২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা, দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। জাতিসংঘের মতে, গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
সূত্র: খবর আনাদোলুর
৯ পড়েছেন