• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫
সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর

Sharing is caring!

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। তবে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানালেন, এই মুহূর্তে তার নজর শুধুমাত্র নেদারল্যান্ডস সিরিজেই। শনিবার (৩০ আগস্ট) লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর আগের দিন, শুক্রবার (২৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিল সিমন্স বলেছেন, ফাইনালে যেতে হলে ধাপগুলো পার হতে হবে। আমি এখন এশিয়া কাপ নিয়ে ভাবছি না। এশিয়া কাপ আসবে এই সিরিজের পরে। আমরা এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে সিরিজ খেলছি, তাই এই সিরিজ নিয়েই ফোকাস।সিমন্স আরও জানিয়েছেন, আসন্ন সিরিজে শ্রীলঙ্কা সিরিজের ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। “শ্রীলঙ্কা সিরিজে যা করেছি, তা চালিয়ে যেতে চাই। মিরপুরের উইকেট শ্রীলঙ্কার মতো ভালো নয়, তবে শ্রীলঙ্কায় যা করেছি, সেটাই চালিয়ে যেতে চাই।কোচ সাইফ হাসানের নির্বাচনের প্রসঙ্গেও খুশি প্রকাশ করেছেন। তিনি বলেন, সবাই তাকে নির্বাচন করেছে। আমি নির্বাচনে সন্তুষ্ট। এছাড়া জাকের আলী, তানজিদ তামিম ও পারভেজ ইমনরা পাওয়ার হিটিংয়ে কাজ করছেন।জুলিয়ান উডের আগমনের আগে ও পরে দলের পার্থক্য কী হবে, এ বিষয়ে সিমন্স বলেন, এখনো এটা আমরা পুরোপুরি দেখিনি। তবে আশা করি মাঠে নামলে বোঝা যাবে উডের পরামর্শ কতটা কাজে এসেছে। কিছু খেলোয়াড় ইতিমধ্যেই পাওয়ার হিটিং নিয়ে ট্রেনিং করছেন।বাংলাদেশ দলের জন্য এই সিরিজ হবে প্রস্তুতি এবং আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ, যা এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়েছেন