
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে এই সভা হয়।নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হওয়ার কথা থাকলেও, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে নির্বাচন স্থগিত করে অ্যাডহক কমিটি গঠনের পরিকল্পনা করছে বোর্ডের একটি অংশ। এই প্রক্রিয়ার বিরোধিতা করে ইতোমধ্যে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ বিবৃতি দিয়েছে। আজকের বোর্ড সভায় নির্বাচনের রোডম্যাপ, নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণাসহ প্রক্রিয়াগত দিকগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।জানা যায়, নানা অনিশ্চয়তার মধ্যে অনুষ্ঠিত এই সভায় বিসিবির আসন্ন নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা রয়েছে।সভায় আলোচ্যসূচিতে রয়েছে বিপিএল প্রসঙ্গ। আসন্ন তিন আসরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া মার্কেটিং প্রতিষ্ঠান ‘আইএমজি’কে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এছাড়াও প্লেয়ার ড্রাফটের তারিখ নির্ধারণ, বিপিএলের সময়সূচি চূড়ান্তকরণ এবং নতুন ভেন্যু যুক্ত করা নিয়েও আজকের সভায় সিদ্ধান্ত আসতে পারে।বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বাকি বোর্ড সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com