• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় জুলাই বিপ্লব সফল হয়েছে : এমরান চৌধুরী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫
রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় জুলাই বিপ্লব সফল হয়েছে : এমরান চৌধুরী

Sharing is caring!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দযাপন কমিটি যুক্তরাষ্ট্রের যুগ্ম সদস্য সচিব শরীফুল খালিসদা বুধবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরলে সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়।
মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় জুলাই বিপ্লব সফল হয়েছে। প্রবাসীদের যথাযথ মর্যাদা ও সম্মান দেয়া আমাদের সবার দায়িত্ব। দেশের প্রত্যেকটি অর্জনে তাদের ভূমিকা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দযাপন কমিটি যুক্তরাষ্ট্রের যুগ্ম সদস্য সচিব শরীফুল খালিসদা মত প্রবাসীরা এদেশের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন।
সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, জাসাস নেতা জসিম উদ্দিন প্রমুখ।

পড়েছেন