• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দাম্পত্য জীবন ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন গৃহবধূ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
দাম্পত্য জীবন ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন গৃহবধূ

Sharing is caring!

দাম্পত্য জীবন ছেড়ে আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন। এ ঘটনায় স্বামী তানজিদ ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন স্বামী তানজিদ ইসলাম অন্তর। সবার কাছে চাইলেন স্ত্রী ফিরে আসার দোয়া।জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।জানা গেছে, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশা ও অন্তরের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে আয়েশার জীবনে অন্য পুরুষের উপস্থিতিতে পরিবারে অশান্তি দেখা দেয়। ধীরে ধীরে সেই পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার প্রেক্ষিতে সে পালিয়ে যায়।বৃহস্পতিবার সকালে অন্তর দেখেন, স্ত্রী বিছানায় নেই। ঘরের জিনিসপত্র এলোমেলো, ওয়ারড্রোবে রাখা তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ দুই লাখ ত্রিশ পাঁচ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। স্ত্রীর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

পড়েছেন