• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীকে অপহরণ,পালানোর সময় আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীকে অপহরণ,পালানোর সময় আটক

Sharing is caring!

পুলিশ পরিচয়ে আতিকুল ইসলাম নামের এক বিকাশ কর্মীকে অপহরণ করা হয়েছে। এ সময় অতিকুলের মোটরসাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয়রা সালেহ আহমেদ নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে, চক্রের বাকি সদস্যরা আতিকুলকে অপহরণ করে পালিয়ে যায়।পুলিশ জানায়, আতিকুল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে পুলিশ পরিচয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। আতিকুলের সঙ্গে থাকা একজন বিকাশ কর্মী কেন অতিকুলকে আটক করা হচ্ছে তা জানতে চাইলে অপহরণকারীরা তাকে ধাক্কা দেয় এবং থানায় যেতে বলেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে, একই দিন বিকেলে টাঙ্গাইলের কালিহাতী থেকে অপহৃত আতিকুলকে উদ্ধার করা হয়েছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, অপহরণকারীরা আতিকুলকে টাঙ্গাইলের কালিহাতি এলাকায় ফেলে যায়। কালিহাতী থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। আটক সালেহ আহমেদকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।অপহরণ শেষে ভুয়া পুলিশ সালেহ আহমেদ আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আটক সালেহ আহমেদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

পড়েছেন