Sharing is caring!
শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে কেয়ার ডায়াগনস্টিক এবং হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল পৌর শহরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক কেয়ার ডায়াগনস্টিক এ ১০,০০০ টাকা এবং হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১টি মামলায় ১০ হাজার টাকা ও মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২)ধারায় ৫০০০ টাকাসহ মোট ১৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
৩ পড়েছেন