• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সমাজসেবা কর্মকর্তা ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
সমাজসেবা কর্মকর্তা ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত

Sharing is caring!

বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না জানান, ‘তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং আজ (বৃহস্পতিবার) চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে এই মর্মান্তিক ঘটনার শিকার হন। শরীরে ছয়টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, সকাল বেলায় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ এলাকার বাসা থেকে অটোরিকশায় করে সিলেট নগরীর উদ্দেশ্যে রওনা দেন অনুজ কুমার। পথে হেতিমগঞ্জ বাজারের কিছুটা পূর্বে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে তাকে লুট করে। মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তার শরীরের হাত ও পিঠসহ ছয়টি স্থানে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা।

পড়েছেন