Sharing is caring!
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট কেন্দ্র-২ কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬/৯/২০২৫ খ্রিস্টাব্দে শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চৌধুরী মামুন আকবর, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক ও অভিভাবকগণ আগে নিজেরা নৈতিকতার চর্চা করবেন এবং শিক্ষার্থীদেরকে নৈতিকতা শিক্ষা দিবেন। তবেই শিক্ষার্থীরা সমাজে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে মোবাইল নামক ডিভাইস থেকে দূরে রাখবেন। মোবাইল ব্যবহারের উপযুক্ত একটি সময় রয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার তাদের মানসিক ও শারীরিক ক্ষতির কারণ। শিক্ষার্থীরা কার সাথে চলাফেরা করে, কার সাথে মিশে এবং সঠিক সময়ে পড়ালেখা সমাপ্ত করেছে কিনা তা অভিভাবকগণ লক্ষ্য রাখবেন। অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষকদের সঠিক গাইডলাইন-ই একজন শিক্ষার্থীকে প্রকৃত ও কল্যাণকর নাগরিক হিসেবে গড়ে তুলবে। এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব ডা: আব্দুল মাজেদ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব কাজী মোহাম্মদ জাফর। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক জনাব আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জনাব আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জনাব মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার সিলেট ব্যুরো প্রধান জনাব কবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজেদুর রহমান হুমায়ুন, নির্বাহী পরিচালক, শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিলকিস বেগম, চেয়ারম্যান, শাইনি স্টেপস স্কুল। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জনাব মোস্তাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সিলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রুহুল আমিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, সিলেট। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ ইসরাফিল, সাবেক সহ-সভাপতি বোরহানউদ্দিন, সাবেক অর্থ সম্পাদক কফির উদ্দিন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সাবেক সদস্য নাজমা বেগম, সাবেক সদস্য সালমা বেগম, সাবেক সদস্য আনহার মিয়া প্রমুখ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব সাজিদুর রহমান (মুরাদ), সাবেক সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট ও রেখা রানী, সহকারী শিক্ষক, সিলেট সিটি স্কুল এন্ড কলেজ।
৪ পড়েছেন