Sharing is caring!
আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। ম্যাচের আগেই দলের জন্য এসেছে দারুণ অনুপ্রেরণার খবর।আইসিসি বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ করেছে সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং। এতে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, যিনি ৬৪১ রেটিং পয়েন্ট নিয়ে এখন ১১ নম্বরে অবস্থান করছেন।মুস্তাফিজের এই সাফল্যের পেছনে অবদান রেখেছে সম্প্রতি নেদারল্যান্ডস সফরে তার চমৎকার পারফরম্যান্স। দুই ম্যাচে মাত্র ৫.২৮ ইকোনমিতে ৩ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। এই পারফরম্যান্সই তাকে র্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে, যা নিঃসন্দেহে তাকে উজ্জীবিত করবে এশিয়া কাপের জন্য।তবে বাংলাদেশের অন্যান্য বোলারদের জন্য সুখবর নেই। রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে ২৪ নম্বরে,তাসকিন আহমেদ রিশাদের ঠিক পরেই অবস্থান করছেন, শেখ মেহেদি হাসান এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে আর তানজিম হাসান সাকিব এক ধাক্কায় ৮ ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে।টিমের ব্যাটারদের মধ্যে ইতিবাচক সংবাদ এসেছে লিটন দাস ও জাকের আলি থেকে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে লিটন ছয় ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন।অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তুলনামূলক দুর্বল। প্রথম ৩৮ জনের মধ্যে নেই কোনো বাংলাদেশি। ৩৯তম স্থানে রয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। বাংলাদেশ দল এশিয়া কাপের শুরুতেই এই র্যাঙ্কিংয়ে ভালো ফলাফলকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চাইছে।লিটনের ওপরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আছেন কেবল তানজিদ হাসান তামিম, যিনি তিন ধাপ পিছিয়ে ৩৯তম স্থানে। অপরদিকে জাকের আলি ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকায় তিন ধাপ এগিয়ে ৬০তম স্থানে। একই ম্যাচে না খেললেও পারভেজ হোসেন ইমন এক ধাপ এগিয়ে ৬৭তম স্থানে অবস্থান করছেন।
৩ পড়েছেন