• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের নির্বাচন বর্জন করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিন্স

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫
জাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের নির্বাচন বর্জন করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিন্স

Sharing is caring!

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের নির্বাচন বর্জন করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কইচাপুর ইউনিয়নের রুহিপাগাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে তিনি বলেন, জাকসু নির্বাচনে শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে।তিনি বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। হতাশার কিছু নেই। জনগণকে সঙ্গে রেখে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মনোবল অটুট রাখতে হবে।এমরান সালেহ প্রিন্স বলেন, ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থিদের বিজয় ঠেকিয়ে দিতে ভারতপন্থি ও পাকিস্তানপন্থিদের অশুভ আঁতাত ধরা পড়ে গেছে। ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণ নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা বা নৈরাজ্য সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই হবে, না হয় দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি হয়ে যাবে।বিএনপির এই নেতা বলেন, পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে প্রহসনের অয়োজন করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে কয়েকজন উপদেষ্টা ও নবীন-প্রবীণ কয়েকটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জড়িত।

পড়েছেন