• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টিকিট না পেয়ে ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫
টিকিট না পেয়ে ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

Sharing is caring!

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারিতে। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।টিকিট না পেয়ে দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তাদের বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামে ঢুকে বিনাটিকিটের দর্শকদের বের করে দিতে চাইলেই বাধে সংঘর্ষ। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সংঘর্ষ শুরু হতেই খেলা বন্ধ হয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টিকিটের মূল্য ৫০ টাকা। কিন্তু সেখানে ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এ ছাড়া স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১০ থেকে ১৫ হাজার। সেখানে ৪০ থেকে ৫০ হাজার দর্শক ঢোকানো হয়েছে। এ কারণে বিশঙ্খলার সৃষ্টি হয়েছে।

পড়েছেন