• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নবাগত পুলিশ কমিশনারে সভাপতিত্বে এসএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫
নবাগত পুলিশ কমিশনারে সভাপতিত্বে এসএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

স্টাফ রির্পোট:  সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে গতকাল সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এবং পুলিশ কমিশনার মহোদয় তা সমাধানে আশ্বাস প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয় সভায় উপস্থিত পরিবহন সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন,“আমাদের এই শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে হলে সকলকে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলতে হবে। মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন গাড়ি, ডুপ্লিকেট লাইসেন্স ও চোরাই গাড়ির, অবৈধ অটোরিকশা এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”তিনি আরও জানান, চলতি মাসের ২১ তারিখের মধ্যে এসব অবৈধ যানবাহন মেট্রোপলিটন এলাকা থেকে সরিয়ে নিতে হবে। ২২তারিখ থেকে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট মেট্রোপলিটন এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজটকালীন সময়ে শহরের সিএনজি স্টেশনের সময় নির্ধারণ করে নির্ধারিত সময়ে সিএনজি স্টেশন চালু ও বন্ধ নিশ্চিত করতে হবে। রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত নগরীতে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান,পিকআপ প্রবেশ করতে পারবে। সিএনজিতে যাত্রী ততুল ছিনতাই বন্ধ করতে নগরবাসীকে অনুরোধ করেন যাতে শুধুমাত্র বৈধ স্ট্যান্ডে রাখা সিএনজিতে চলাচল করার জন্য। আমরা সকলের সহযোগিতায় সিলেটকে একটি নিরাপদ ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। নিরাপদ ও সুন্দর শহর গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাসসহ এসএমপির অন্যন্যা অফিসারবৃন্দ ও পরিবহন মালিক ও শ্রমিকদের সদস্যবৃন্দ।

২১৫ পড়েছেন