• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পিবিআই হাজতে গলায় ফাঁস দিয়ে এক আসামির আত্মহত্যা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫
পিবিআই হাজতে গলায় ফাঁস দিয়ে এক আসামির আত্মহত্যা

Sharing is caring!

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজতে গলায় ফাঁস দিয়ে এক আসামির আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে মৌলভীবাজার পিবিআই অফিসের হাজত খানায় এ ঘটনা ঘটে।নিহত আসামি মোকাদ্দুস (৩২) কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও (বৃন্দাবনপুর) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি আলোচিত লিটন হত্যা মামলার আসামি।পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর খাওয়া-দাওয়া শেষে মোকাদ্দুসকে আরও ৭-৮ জন আসামির সঙ্গে হাজতে রাখা হয়। পরে ডিউটি অফিসার গিয়ে দেখেন, মোকাদ্দুস নিজের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। লিটন হত্যা মামলায় মোকাদ্দুস ছাড়াও শামিম নামের আরও একজনকে গ্রেফতার করেছে পিবিআই। এর আগে ১১ সেপ্টেম্বর লিটনের বাবা সাত্তার মিয়া অজ্ঞাতনামা আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেন।জানা যায়, গত ৯ আগস্ট পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও (বৃন্দাবনপুর) গ্রামের ধানক্ষেত থেকে লিটন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে মোকাদ্দুস পলাতক ছিলেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। পরে তাঁকে মামলার তদন্ত সংস্থা পিবিআই’র কাছে হস্তান্তর করে থানা পুলিশ।পিবিআই মৌলভীবাজার এর পুলিশ সুপার মো. জাফর হুসাইন বলেন, ‘লিটন হত্যা মামলার তদন্ত থাকাকালিন হত্যাকারী থানায় আত্মসমর্পণ করেন। পরে তাঁকে হস্তান্তর করা হয়। সোমবার সকালে হাজতে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

৭৭ পড়েছেন