• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে হোটেল মালিকদের সাথে এসএমপি কমিশনারের মতবিনিময়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫
সিলেটে হোটেল মালিকদের সাথে এসএমপি কমিশনারের মতবিনিময়

Sharing is caring!

স্টাফ রির্পোট: সিলেট মহানগর পুলিশের উদ্যোগে আবাসিক হোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পুলিশ লাইন্স হলরুমে নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় হোটেল মালিকরা তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সিলেটে আগত পর্যটক ও বর্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার জরুরি। এজন্য তিনি একটি আধুনিক মোবাইল অ্যাপস চালুর প্রস্তাব দেন, যেখানে পর্যটকরা আগাম রেজিস্ট্রেশন করে সহজে হোটেল বুকিং করতে পারবেন। এতে তারা শুধু হয়রানিমুক্ত সেবা পাবেন না, বরং নিরাপত্তা নেটওয়ার্কের আওতাতেও আসবেন।’ তিনি জানান, পর্যটকরা প্রায়ই গাড়ি ভাড়া, চুরি ও ছিনতাইয়ের মতো সমস্যার সম্মুখীন হন। এ ক্ষেত্রে হোটেল মালিকরা অতিথিদের ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করলে নিরাপত্তা বাড়বে এবং হোটেল ব্যবসাও সমৃদ্ধ হবে। তিনি ‘জিনিয়া অ্যাপস’-এর কার্যকারিতা তুলে ধরে বলেন, যেকোনো বিপদের সময় নগরবাসী এ অ্যাপসের মাধ্যমে এক ক্লিকেই পুলিশের সাহায্য চাইতে পারবেন। হোটেল মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি হোটেলের রিসেপশন ও গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। অতিথিদের সঠিক পরিচয় যাচাই করে রুম বরাদ্দ দিতে হবে-এনআইডি বা জন্মনিবন্ধন যাচাই ছাড়া রুম বরাদ্দ দেওয়া যাবে না।’ পরিচয়পত্র না থাকলে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে রুম বরাদ্দ দেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া প্রতিটি হোটেলে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন ও নিয়মিত মেয়াদ পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সিলেট মহানগরের কিছু হোটেলে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড চলছে, যা শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’ সামান্য লাভের আশায় অপরাধীদের আশ্রয় না দিয়ে আইন মেনে হোটেল পরিচালনার আহ্বান জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, ‘আমরা সকলের সহযোগিতায় সিলেটকে একটি নিরাপদ ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য হোটেল মালিকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সিলেটের আবাসিক হোটেল মালিকরা উপস্থিত ছিলেন।

৮৬ পড়েছেন