• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়-মির্জা ফখরুল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫
বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়-মির্জা ফখরুল

Sharing is caring!

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেন,বিএনপি কখনও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি। আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে; বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।বিএনপি মহাসচিব বলেন, এভাবে রাজপথে এলেই সমাধান হবে? আমরা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল তাতে কোনো সন্দেহ নেই। পট পরিবর্তনের পর আমরা কিন্তু কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, পিআরের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। কারণ, আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই।পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মধ্যে কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়।মির্জা ফখরুল বলেন, আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ, আলোচনা শেষ হয়নি এখনো। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা। যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।

৬২ পড়েছেন