Sharing is caring!
কুলাউড়ায় শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিষয়টি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।জানান, কুলাউড়া ১৩২/৩৩ গ্রিড উপকেন্দ্রে উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা সব ফিডার বন্ধ থাকবে। এর ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।
৮৩ পড়েছেন