Sharing is caring!
গাজায় ২৩ মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে প্রতিদিনই অবরুদ্ধ উপত্যকাটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা।পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নেতানিয়াহু প্রশাসনকে আগ্রাসনমূলক এই কর্মকাণ্ডে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর পরম বন্ধুর এমন সমর্থন পেয়ে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে দখলদার রাষ্ট্রটি।গাজার যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতারের রাজধানী দোহায়ও হামলা চালিয়েছে তারা। এর ফলে, থমকে গেছে গাজা যুদ্ধবিরতির আলোচনা। তবে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা থামানোর একটি পথ এখনও অবশিষ্ট আছে বলে মনে করেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।জেসিন্ডা বলেন, ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলেই গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের সেই পথ সুগম হবে। পাশাপাশি যেকোনো সামরিক অভিযানে সহযোগিতা অবিলম্বে বন্ধ করতে হবে।তিনি আরও বলেন, গাজায় অবরুদ্ধ ও অনাহারগ্রস্ত মানুষের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। একইসঙ্গে আহত, অপুষ্টিতে ভোগা মানুষ এবং অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি।তিনি আরও বলেন, মানবিক সংকটে ভরা এক বিশ্বে বাস করছি আমরা। কিন্তু কেবল সংখ্যার দোহাই দিয়ে মানুষকে অমানবিক করে তোলা থেকে আমাদের বিরত থাকতে হবে।এছাড়া, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতাদের উদ্দেশে জেসিন্ডা বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু সংকটজনিত প্রাকৃতিক দুর্যোগ—সব মানবিক বিপর্যয়ে শক্তিধর দেশগুলোকে পদক্ষেপ নিতে হবে। তবে, আমাদের শুরুটা করা উচিত গাজা থেকেই।চার বছরের বেশি সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন জেসিন্ডা আরডার্ন। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়। ২০২৩ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।২০২৩ বছরের ৭ অক্টোবর হামাসের অতর্কিত এক হামলার জেরে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ এক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে চলমান নির্বিচার আগ্রাসনে এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেইসঙ্গে ধ্বংস হয়ে গেছে গাজার ৮০ শতাংশ অবকাঠামো। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখল করে ‘বৃহত্তর এক ইসরায়েল’ গঠনের পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন সম্প্রতি, যেখানে তাকে সমর্থন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৮ পড়েছেন