• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা 

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা 

Sharing is caring!

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও  আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের ভোকেশনাল মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।বিশ্ববিদ্যালয়টি প্রতি ২০২১ সালের এই দিনে আইনগত প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে উত্তরাঞ্চলের কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ২০২০ সালে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন’ মন্ত্রিসভায় অনুমোদন পায়। পরবর্তীতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাস হওয়ার পর একই বছরের ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উত্তরাঞ্চলের কৃষি খাতের উন্নয়ন, আধুনিক গবেষণা ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। বর্তমানে এখানে দুটি ফ্যাকালটি চালু রয়েছে। প্রথম বর্ষে ভর্তি হয়েছে প্রায় ৮০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি পুরুষ ও একটি মহিলা হোস্টেল।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের   সামনে বড় চ্যালেঞ্জ হলো স্থায়ী অবকাঠামো নির্মাণ, গবেষণা সুবিধা বৃদ্ধি এবং পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ। তবে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, গবেষণা প্রকল্প সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।কৃষি শিক্ষার বিস্তার ও কৃষকবান্ধব গবেষণার মাধ্যমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাচের ক্লাস নিয়মিত চলছে। ২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে আমাদের জনবল পর্যাপ্ত রয়েছে বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতে কোন ধরনের অসুবিধা হচ্ছে না। ‘ তিনি আরো বলেন, ‘ আমাদের সমীক্ষা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে চলছে।

৪১ পড়েছেন