Sharing is caring!
প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের ৪১ বছরের দীর্ঘ যাত্রায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এবার লড়বে শিরোপার জন্য। চলতি আসরে এরই মধ্যে দুইবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে ভারত। তবে পাকিস্তান ধীরে ধীরে উন্নতি করছে বলে মনে করছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার।ফাইনালে জিততে পাকিস্তানকে মানসিকতা বদলানোর পরামর্শ দিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। টিভি শো ‘গেম অন হ্যায়’-তে তিনি বলেন, নিজেদের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের বিরুদ্ধে খেলছো এই চিন্তা বাদ দিতে হবে। বাংলাদেশের বিপক্ষে যে মানসিকতা নিয়ে খেলেছিলে, সেটাই দরকার। ২০ ওভার শুধু বল করলেই হবে না, উইকেট তুলতে হবে। ভারতের ওপর তৈরি হওয়া ‘অভেদ্য ভাবমূর্তি’ ভেঙে ফেলতে হবে।তিনি আরও যোগ করেন, আমি গৌতম গম্ভীরকে চিনি। সে তার দলকে বলবে পাকিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে। পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্টে খারাপ খেলবে, খারাপ দল নামাবে, কিন্তু ফাইনালে এসে তারা সেরা ক্রিকেট খেলবে আর জিতবে। আমাদের সময়েও এমন ঘটনা বহুবার ঘটেছে।কৌশল নিয়ে আখতার বলেন, মনে রেখো, অভিষেক শর্মা যদি প্রথম দুই ওভারের মধ্যে আউট হয়, ভারত সমস্যায় পড়বে। তারা যে শুরুটা পাচ্ছে, সেটা অভিষেককে হারালে আর পাবে না। অভিষেক ভুল করবেই, বল মিসটাইম করবেই। পাকিস্তানের শুধু সুযোগ কাজে লাগাতে হবে। শুরুতেই আক্রমণে গেলে ভারত বুঝবে রান তোলা এত সহজ নয়।আখতারের মতে, ফাইনালে ভারতের চাপ ভেঙে জয়ের পথ খুঁজতে হলে পাকিস্তানকে শুরুতেই আক্রমণাত্মক কৌশল নিতে হবে।
৪৬ পড়েছেন