Sharing is caring!
প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত মোটরসাইকেল আরোহীরা হলেন— জুনায়েদ (১৮), বাইজিদ (১৮) ও মুক্তা (১৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।অন্যদিকে প্রাইভেটকারে থাকা চারজন পুলিশ সদস্যও গুরুতর আহত হয়ে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী প্রাইভেটকার বাজারের ভেতরে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুভাগ হয়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা জানান, বাজার এলাকায় নিয়মিত ট্রাফিক আইন মানা হয় না এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।এলাকার সচেতন মহল বলছে, ছোনগাছা বাজার এলাকায় জরুরি ভিত্তিতে স্পিডব্রেকার, সাইনবোর্ড ও পুলিশি টহল বৃদ্ধি করা প্রয়োজন।
৫০ পড়েছেন