• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫
হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

Sharing is caring!

পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের (২৬) বিরুদ্ধে। শনিবার গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান।এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, প্রায় দুই সপ্তাহ আগে রাজু মাতুব্বর নাদেরাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসে। শনিবার রাতে তিনি স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান। নিহতের শরীরে হাতুড়ির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।তিনি আরও বলেন, নিহত নাদেরার পূর্ণাঙ্গ পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় স্বামীর ঘরে নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন রাজু। পরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবার পুলিশে খবর দেয়। সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

৫১ পড়েছেন