• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার ০১

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫
পুলিশের অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার ০১

Sharing is caring!

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ০১জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩০/৯ সকালে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান, নির্দেশনায়।এস আই মোঃ আখতারুজ্জামান, এএসআই,আরিফুজ্জামান, এসআই,মোঃ সিকান্দর আলী, এসআই,মোফাখখারুল ইসলাম, এএসআই মোঃ তোহা, এএসআই মাসুদ মিয়া,সঙ্গীয় ফোর্স সহ ছাতক পৌরসভার অন্তর্গত সুরমা পাড়া (দক্ষিন মন্ডলীভোগ) সাকিনস্থ লন্ডন প্রবাসী রিপা বেগমের বাসা নং-এ/৩ এর ২য় তলা বিশিষ্ট বাসার দক্ষিন পাশের নিচ তলায় তল্লাশি চালিয়ে মোশারফ হোসেনের কাছ থেকে ১০৪ বোতল মদ জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায় আসামী মোশারফ হোসেন, এর ভাড়া বাসায় হইতে ০২টি ট্রাভেল ব্যাগ ও ০৩টি স্কুল ব্যাগ তল্লাশী করিয়া ব্যাগের ভিতর AC BLACK 375 ml নামীয় ভারতীয় মদের বোতল ৩৩টি, প্রতিটি বোতলে মদের পরিমান ৩৭৫ মিঃ লিঃ করিয়া মোট মদের পরিমান ১২৩৭৫ মিঃ লিঃ, (ii) একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, যাহার গায়ে ইংরেজীতে Adidas লেখা আছে, উক্ত ব্যাগের ভিতর Mc Dowells No-1 LUXURY নামীয় ভারতীয় মদের বোতল ২৪টি, প্রতিটি বোতলে মদের পরিমান ৩৭৫ মিঃ লিঃ করিয়া মোট মদের পরিমান-৯০০০ মিঃ লিঃ, প্রতিটি বোতলের মূল্য অনুমান-১০০০/- টাকা করিয়া মোট মূল্য-২৪,০০০/-টাকা, (iii) একটি কালো রংয়ের স্কুল ব্যাগ, যাহার গায়ে ইংরেজীতে MAXR লেখা আছে, উক্ত ব্যাগের ভিতরে ROYAL STAG DELUXE WHISKY 750ml নামীয় ভারতীয় মদের বোতল ১২টি, প্রতিটি বোতলে মদের পরিমান ৭৫০ মিঃ লিঃ করিয়া মোট মদের পরিমান-৯০০০ মিঃ লিঃ, প্রতিটি বোতলের মূল্য অনুমান-২,৫০০/- টাকা করিয়া মোট মূল্য-৩০,০০০/- টাকা এবং ROYAL STAG DELUXE WHISKY 375ml নামীয় ভারতীয় মদের বোতল ১০টি, প্রতিটি বোতলে মদের পরিমান ৩৭৫ মিঃ লিঃ করিয়া মোট মদের পরিমান ৩৭৫০ মিঃ লিঃ, প্রতিটি বোতলের মূল্য অনুমান-১৫০০০/- টাকা করিয়া মোট মূল্য ১৫,০০০/- টাকা, (iv) একটি কালো রংয়ের স্কুল ব্যাগ, যাহার গায়ে ইংরেজীতে DREAM APPLE লেখা আছে, উক্ত ব্যাগের ভিতরে ice VODKA 375 ml নামীয় ভারতীয় মদের বোতল ২০টি, প্রতিটি বোতলে মদের পরিমান ৩৭৫ মিঃ লিঃ করিয়া মোট মদের পরিমান-৭৫০০ মিঃ লিঃ, প্রতিটি বোতলের মূল্য অনুমান-১০০০/- টাকা করিয়া মোট মূল্য-২০,০০০/- টাকা, (v) একটি কফি রংয়ের স্কুল ব্যাগ, যাহার গায়ে ইংরেজীতে NUOXIYA লেখাযুক্ত স্টিকার আছে, উক্ত ব্যাগের ভিতরে asia72 Extra Strong LAGER BEER 650ml নামীয় ভারতীয় মদের বোতল ০৫টি, প্রতিটি বোতলে মদের পরিমান ৬৫০ মিঃ লিঃ করিয়া মোট মদের পরিমান-৩২৫০মি: লি:, প্রতিটি বোতলের মূল্য অনুমান-১,৫০০/- টাকা করিয়া মোট মূল্য ৭,৫০০/- টাকা সহ সর্বমোট ১০৪ বোতল মদের পরিমান-৪৪,৮৭৫ মিঃ লিঃ, যাহার সর্বমোট মূল্য অনুমান-১,২৯,৫০০/-(এক লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত)টাকা উদ্ধার সহ মালামাল জব্দ করা হয়।জব্দকৃত আলামত সহ এসআই/আখতারুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন নং-৪২, তাং-৩০/০৯/২৫খ্রিঃ, ধারা-The Special Powers Act 1974 Gi 25B(1)(b)(2) পড়ে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি শফিকুল ইসলাম খান।

৩৯ পড়েছেন