• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আইনি পদক্ষেপ বা মামলা করবেন না-মান্না

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫
আইনি পদক্ষেপ বা মামলা করবেন না-মান্না

Sharing is caring!

দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে চলা জটিলতার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শাপলা প্রতীক দাবি করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি স্পষ্ট জানিয়েছেন, এনসিপিকে তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ দেওয়া হলে তিনি এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ বা মামলা করবেন না।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এবং কমেন্টের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না এই তথ্য জানান।ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না: মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য।পোস্টের কমেন্টে তিনি তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, জাতীয় প্রতীকের কারণে যদি তাকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে ইসি আর কাউকেই এটি দিতে পারে না। তবে এনসিপি’র প্রতি তার সহানুভূতির কারণ জানিয়ে তিনি আরও লেখেন, ‘যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী।এই বিবেচনার ভিত্তিতেই তিনি অঙ্গীকার করেন যে, এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ করা হলে তিনি কোনো মামলা করবেন না।এদিকে, এনসিপিকে তাদের পছন্দের প্রথম প্রতীক ‘শাপলা’ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এনসিপিকে এই বিষয়ে অবগত করা হয়।চিঠিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত না থাকায় এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। এনসিপি তাদের আবেদনপত্রে প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করেছিল।ইসি এখন জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইসি’র দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনো বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক দ্রুত পছন্দ করে নিতে বলেছে। দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে পছন্দের প্রতীক কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে, যাতে তাদের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়।

২৩ পড়েছেন