• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এরদোগান

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫
সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এরদোগান

Sharing is caring!

ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ ঘটনাকে  ‘সমুদ্র দস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন তিনি। নিজ দলের একেপি (একে পার্টি)–এর সভায় ভাষণ দিতে গিয়ে এরদোগান এ কথা বলেন।তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ হামলা প্রমাণ করে যে ‘গাজায় (ইসরায়েল) গণহত্যার যন্ত্র তার অপরাধ ঢাকতে উন্মত্ত হয়ে উঠেছে। গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্যতম সুযোগকেও সহ্য করতে পারেন না।তিনি আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নৃশংসতা এবং ইসরায়েলের হত্যাযজ্ঞের চেহারা উন্মোচিত করেছে। এরদোগান বলেন, আমরা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পরিত্যাগ করব না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব।

সূত্র: আল-জাজিরাি

২২ পড়েছেন