• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

Sharing is caring!

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (৩ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সাকিব-তামিমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন/তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরীফুল ইসলাম ও তানজিম হাসান।প্রথম ম্যাচে ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তামিম ইকবাল ও ইমন। তাই আজও তাদের ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তিন নম্বরে থাকবেন সাইফ হাসান।মিডল অর্ডারে পরিবর্তন আসতে পারে। জ্বরে ভুগে প্রথম ম্যাচে না খেলা তাওহীদ হৃদয় আজ ফিরতে পারেন একাদশে। এতে জায়গা হারাতে পারেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন, যিনি সর্বশেষ তিন ম্যাচে দুটিতে শূন্য রানে ফিরেছেন। অপরদিকে, প্রথম ম্যাচে অপরাজিত ২৩ রান করে দলের জয়ে অবদান রাখা নুরুল হাসান সোহান আজও একাদশে জায়গা ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে।স্পিন বিভাগে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা বেশি। তবে পেস আক্রমণে পরিবর্তন দেখা যেতে পারে। টানা খেলায় ক্লান্ত মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দলে আসতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

৩০ পড়েছেন